রাজন হত্যার প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন
শিশু রাজন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন, পথসভা এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) শহরের স্টেশন রোডে খেলাঘর ঈশ্বরদী উপজেলা কমিটির আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপজেলা কমিটির সভাপতি এনামুল ইসলাম জিন্নার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, খেলাঘরের সদস্য আলফা বিনতে আলম, ঐশি বিনতে মোস্তফা, ফাইকা ফাইরু প্রিয়তি, ফয়সাল জাহান, মোস্তাফিজুর রহমান তুফান প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক উদয় লাহিড়ী, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, অধ্যাপক স্বপন কুমার কুন্ড, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মন্তব্য চালু নেই