৩২ লাখ টাকা ব্যয়ে সুদৃশ্য ও বিশাল হলরুম নির্মাণ

রাউজান অদুদিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন

চট্টগ্রাম রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় তলায় ব্যক্তিগত অনুদানে নির্মাণ হলো সুদৃশ্য ও বিশাল হলরুম। বর্তমানে রাউজানে যে উন্ননন ও শান্তির সুবাতাস বয়ে যাচ্ছে তা রাউজানের জস্য এখন স্বর্ণযুগ চলছে। তাই রাউজানকে সাজাতে যেসব বিত্তশালী আছেন, যারা চাইলে রাউজানকে সাজাতে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে মানুষের কল্যাণে ভালো কাজ করতে পারে।

এখন শিক্ষা, অবকাঠামোসহ সবকিছুতে এগিয়ে গেছে রাউজান। গতকাল বৃহস্পতিবার রাউজান ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ে প্রবাসী আলহাজ নুরুচ্ছাফা চৌধুরীর অর্থায়নে নির্মিত হলরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি এসব বলেন।

ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা, চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি এয়াছিন চৌধুরী, আলহাজ নুরুচ্ছাফা চৌধুরী, আলহাজ ফরিদুল আলম, সমাজসেবক আফতাব রহিম চৌধুরী ফেরদৌস, লোকমান হাকিম, আলহাজ আলমগীর শেঠ, ওসি প্রদীপ কুমার দাশ পিপিএম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২’র ম্যানেজার আবু বক্কর ছিদ্দিকী, আলহাজ ছগির আহমদ, অধ্যক্ষ ছাফায়ানুল করিম, সমাজসেবক আবু মুছা চৌধুরী, চেয়ারম্যান কাজী দিদারুল আলম, নুরুল আবছার বাশি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুল আলম, প্রিয়তোষ চৌধুরী।

উল্লেখ্য, ৩২ লাখ টাকা ব্যয়ে স্কুলের দ্বিতীয় তলায় সুদৃশ্য ও বিশাল হলরুমটি নির্মাণ করা হয়। অনুষ্ঠানে শুরুতে প্রধান অতিথি ফজলে করিম চৌধুরী এমপি নতুন হলরুমের ফলক উন্মোচন করেন।



মন্তব্য চালু নেই