শিশু রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
শিশু রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরাবাসী। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে শিশু রাজন হত্যাকে আধুনিক সভ্যতার কলঙ্কজনক অধ্যায় উল্লেখ করে বক্তারা বলেন, নিজেদেরকে সভ্য বলে দাবি করার অধিকারটুকুও আমরা হারিয়ে ফেলেছি। শুধু রাজন নয়, প্রতিনিয়ত ঘটছে এমন হত্যাকান্ড। শুধুমাত্র শাস্তির অভাবে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
এ সময় বক্তারা শিশু রাজন হত্যাকারীদের ফাঁসি ও খুনিদের পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, অধ্যাপক আনিসুর রহিম, পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, সাংবাদিক আবুল কাসেম, সাংবাদিক শেখ তানজির আহমেদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎ দত্ত, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, শিশু ইফাত প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র, বেসরকারি সংস্থা স্বদেশ, ব্রেকিং দ্য সাইলেন্স, মহিলা পরিষদ, বাংলাদেশ ভিশন, সাতক্ষীরা প্রেসক্লাব, শিল্পকলা একাডেমী, বারসিক, ক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করে।
মন্তব্য চালু নেই