ঈদকে সামনে রেখে শিমুলিয়া ঘাটে বসছে সিসিটিভি, ওয়াচ টাওয়ার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া ফেরিঘাট ও বাস টার্মিনাল এলাকায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কট্রোলরুম, সিসিটিভি, ওয়াচ টাওয়ার স্থাপনের প্রক্রিয়া চলছে।

দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম এ নৌরুট নিরাপদ রাখতে পুলিশ এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।

শিমুলিয়া ফেরিঘাট, বাস টার্মিনাল, লঞ্চঘাট, সি বোট ঘাট ও ট্রলার ঘাট এলাকাসহ আশপাশের এলাকার নিরাপত্তায় ঈদের সময়ে এ কাজে নিয়োজিত থাকবে পাঁচ শতাধিক পুলিশ সদস্যের সঙ্গে থাকবে নৌ ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

পুলিশ সুপার জানান, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-মাওয়া মহাসড়ক এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারই প্রথম মাওয়া শিমুলিয়া সিসিটিভি স্থাপন করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় ও বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন যাতে না হয়, সে জন্য কয়েক দফা বাস মালিকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহাসড়কের চাদাঁবাজিসহ অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে ট্রাফিক, থানা পুলিশ ও সাদা পোশাকে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবে।



মন্তব্য চালু নেই