মাত্র ১ মিনিটে শিখে নিন আপেল দিয়ে অসাধারণ ফুল তৈরির কৌশল! (পদ্ধতি ও ভিডিও)
দেখতে দেখতে চলে এসেছে ঈদ। এই ঈদের দিনে আপনার টেবিলে দারুণ কিছু সাজাতে চান? তাহলে ১ মিনিটে শিখে নিন আপেল দিয়ে ফুল তৈরির কৌশল। এটি তৈরি করা এত সহজ যে যে কেউ একবার চেষ্টা করেই পারবেন। এবং একটি আপেল দিয়ে প্রায় ৪টি পর্যন্ত ফুল তৈরি করা যাবে। শুধু তাই নয়, এই ফুল আপনি খেতেও পারবেন! তাহলে চলুন, শিখে নিই সহজ কৌশলটি।
যা লাগবে
একটি আপেল
ছুরি
শুকনো চেরি
টুথপিক
আপেলের বল তৈরি করার একটি চামচ (না হলেও হবে)
প্রণালি
-আপেলটি দুই ভাগ করে কেটে নিন ছবিতে দেখানো উপায়ে।
-তারপর ছোট ভাগটির অর্ধেককে পাতলা পাতলা স্লাইস করুন।
-এবার আপেলের একটি ছোট বল তৈরি করে নিন ভিডিওতে দেখানো উপায়ে। এর বচদলে আপেল বা চেরিও ব্যবহার করতে পারেন। এটি এমন একটা কিছু, যেটার ওপরে ফুলটি বসে থাকবে।
-টুথপিক দিয়ে আপেলের স্লাইস ও আপেলের বলকে আটকে দিন।
-এবার একটি একটি করে স্লাইস পাপড়ির মত করে মেলে দিন। ওপরে আটকে দিন একটি চেরি। ব্যস, তৈরি আপনার আপেলের ফুল।
বিস্তারিত দেখে নিন এই ভিডিওতে।
https://youtu.be/F6xCMWhqKGI
মন্তব্য চালু নেই