মোশাররফকে সহযোগিতা করার আশ্বাস আশরাফের

দফতরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

রাজধানীর বেইলি রোডের বাসভবনে রবিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন খন্দকার মোশাররফ হোসেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সৈয়দ আশরাফ বলেন, ‘উনাকে (মোশাররফ) সব ধরনের সহযোগিতা করব। উনার সঙ্গে আমার মতের মিল রয়েছে। উনি আমার দলেরও লোক।’

তিন দিন আগে সৈয়দ আশরাফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। তার স্থলে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে। একই সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দায়িত্বও পালন করবেন খন্দকার মোশাররফ।



মন্তব্য চালু নেই