কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
‘নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা পরিবার পরিকল্পনা অফিস আয়োজিত এ কর্মসূচির মধ্যে ছিলো র্যালি, আলোচনা সভা ও সনদপত্র বিতরণ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার। অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম, ডা. প্রবীর কুমার মুখোপাধ্যায়, ডা. শান্তিমোহন ভদ্র, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলি, আ’লীগ নেতা রবিউল হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন কামাল হোসেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি কলারোয়া পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।
মন্তব্য চালু নেই