কর্ণফুলী গার্ডেন সিটিতে আগুন, দ্রুত নিয়ন্ত্রণ

রাজধানীর কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে দ্রতই সে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার সকাল ৯টা ৭ মিনিটে মার্কেটের ৪ তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা মাত্র ৪০ মিনিটেই আগুন নেভাতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারটের জীবন মিয়া জানিয়েছেন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সেখানে কাজ করে। আগুনের সূত্রপাত কিভাবে তা জানা যায়নি।

ঘটনাস্থলে আসা পুলিশ ইন্সপেক্টর এসএম কামাল বলেন, ‘মার্কেটের ৪তলায় আগুন লেগেছে। আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



মন্তব্য চালু নেই