জয়পুরহাটে লেখক-সম্পাদক ফাররোখ সাহেব ও সাংবাদিক আবুল হোসেন স্মরণসভা
শুক্রবার জেলার প্রথম সংবাদ পত্র সাপ্তাহিক অভিযান সম্পাদক,লেখক ও সমাজসেবক শাহাদৎ হোসাইন ফাররোখ (ফাররোখ সাহেব) এবং জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি,শিক্ষাবিদ ও দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ বেতারের স্থানীয় প্রতিনিধি- সাংবাদিক অধ্যাপক আবুল হোসেনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা জয়পুরহাটে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট প্রেসক্লাবের উদ্দ্যোগে প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক ও সমকাল প্রতিনিধি রতন কুমার খাঁ,সংবাদ প্রতিনিধি অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা, জনকন্ঠ প্রতিনিধি তপন কুমার খাঁ,করতোয়া প্রতিনিধি মোস্তাকিম ফাররোখ,এনটিভি ও যুগান্তর প্রতিনিধি শাহজাহান সিরাজ মিঠু, বাসস প্রতিনিধি সাহাদুল ইসলাম সাজু, মানবজমিন প্রতিনিধি আব্দুল আলীম প্রমূখ।
মন্তব্য চালু নেই