স্টাইলিশ রোনালদোই পছন্দ তাসকিনের

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার তাসকিন আহমেদের ধ্যান-জ্ঞান সবকিছুই ক্রিকেটকে ঘিরে। তারকা ক্রিকেটার; বাড়তি ইমেজ সুদর্শন। ক্রিকেটীয় প্রতিভার পাশাপাশি পোশাক-আশাক আর স্টাইলের জন্য তাসকিন বেশ চুজি। বাবা আব্দুর রশিদের সঙ্গে বন্ধুর সম্পর্ক তার। মন যখন বেজায় খারাপ তখন তাসকিন বাবা-মায়ের একান্তেই শান্তির পথ খোঁজেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজে ইনজুরির কারণে দলে নেই তাসকিন। তবে দলে ফেরার জন্য নিজেকে ফিট করতে সব চেষ্টাই করে যাচ্ছেন এই সুদর্শন বারুদে বোলার।

স্টাইলিশ তাসকিন ফ্যাশনের ক্ষেত্রে পছন্দ করেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। সম্প্রতি খুঁজে ফিরেছে তাসকিনের লাইফস্টাইল, পছন্দ এবং ফ্যাশনের নানা কথা-উপকথা।



মন্তব্য চালু নেই