লতিফকে বহিষ্কারে ব্যবস্থা নিচ্ছেন স্পিকার

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেয়া হয়েছে।

স্পিকার বলেন, “এখন আমি এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেব। চিঠিটি হাতে পেয়েছি। গত ৫ জুলাই চিঠিটি আমার কাছে যায়।”

এখন এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য চিঠিতি নির্বাচন কমিশনে পাঠাবেন স্পিকার। জনপ্রতিনিধি আইনের আওতায় সেখানেই বিষয়টির নিষ্পত্তি হবে।

দল থেকে লতিফ সিদ্দিকীকে চূড়ান্তভাবে বহিষ্কারের বিষয়টি দীর্ঘ আট মাস পর চিঠি দিয়ে স্পিকারকে জানালো ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ধর্ম ও হজ নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে বিভিন্ন মহলের দাবির মুখে গত বছরের অক্টোবর মাসে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি দল থেকেও বহিষ্কার করে আওয়ামী লীগ। এ সময় ধর্মীয় উসকনির মামলায় আত্মসমর্পন করে তিনি কারাগারে যান। পরে উচ্চ আদালত থেকে তিনি জামিন পাওয়ার পর ২৯ জুন মুক্তি পান।



মন্তব্য চালু নেই