তথ্য ও যোগাযোগপ্রযুক্তি নীতিমালার খসড়া অনুমোদন

জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি নীতিমালা আইন, ২০১৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৫-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে মন্ত্রিসভায় এ আইনটি উঠে। কিছু অনুশাসনসহ মন্ত্রিসভা ফেরত পাঠায়। তিনটি ধাপে এ নীতিমালা বাস্তবায়ন করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৬ সালের মধ্যে স্বল্প, ২০১৮ সালের মধ্যে মধ্যম ও ২০২১ সালের মধ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এই নীতিমালা বাস্তবায়িত হবে। খুব শিগগির এ নীতিমালা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নি জানান, নীতিমালায় ১০টি উদ্দেশ্য, ৫৬টি কৌশলগত বিষয়বস্তু ও ৩০৬টি করণীয় উল্লেখ রয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়াতে এই নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



মন্তব্য চালু নেই