কাকার পথে হাঁটবেন রবিনহোও
ব্রাজিলিয়ান ফুটবলের সাবেক পোস্টার বয় কাকার পথে হাঁটতে পারেন রবিনহোও!
ইতালির এসি মিলান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো সিটিতে নাম লেখাতে পারেন সাবেক রিয়াল মাদ্রিদ ও মিলান ফরোয়ার্ড। রবিনহোর এজেন্ট এমন ইঙ্গিত দিয়েছেন। পরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন সান সিরোর প্রধান নির্বাহী কর্মকর্তা আদ্রিয়ানো গ্যালিয়ানি।
গেল মৌসুমে ব্রাজিলের সাও পাওলোতে ছয় মাস ধারে কাটানোর পর এমএলএসের ২০১৫ ফুটবল মৌসুম শুরুর আগে ফ্লোরিডা ভিত্তিক দল অরল্যান্ডো সিটিতে নাম লেখান কাকা। এখন একই পথে হাঁটতে পারেন রবিনহোও। সাবেক ম্যানসিটি তারকার এজেন্ট ম্যারিসা রামোস বলেন, ‘অরল্যান্ডো সিটি থেকে আনুষ্ঠানিক একটি প্রস্তাব আছে আমাদের। এখন দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।’
প্রসঙ্গত, ৩০ বছর বয়সী রবিনহো ২০১০ সালে ১৮ মিলিয়ন পাউন্ডে ইংল্যান্ডের ম্যানসিটি থেকে এসি মিলানে যোগ দেন। কিন্তু ইতালিতে এসে নিজের ছায়া হয়ে দাঁড়ান মেধাবী এই ফুটবলার। ফলে সান সিরোতে শুরুর একাদশে অনিয়মিত হয়ে পড়েন তিনি।
মন্তব্য চালু নেই