একিউআইএসের ১২ সদস্য রিমান্ডে

ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা শাখার (একিউআইএস) ১২ সদস্যকে সন্ত্রাস ও বিস্ফোরণ আইনে করা মামলায় তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকা মহানগর হাকিম মোল্লা সাইফুল আলম এ আদেশ দেন। দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল ওই ১২ জনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেয়া আসামিরা হলেন- একিউআইএস বাংলাদেশ প্রধানের সমন্বয়কারী মাওলানা মাইনুল ইসলাম ওরফে মাহিম ওরফে নানা ওরফে বদিউল (৩৫), উপদেষ্টা মুফতি জাফর আমিন ওরফে সালমান (৩৪), সক্রিয় সদস্য মোহাম্মদ সাইদুল ইসলাম (২০), মো. মোশাররফ হোসেন (১৯), আব্দুল রহমান বেপারী (২৫), আল আমিন ওরফে ইব্রাহিম (২৮), মোজাহিদুল ইসলাম (৩১), আশরাফুল ইসলাম (২০), রবিউল ইসলাম (২৮), মো. হাবিব উল্লাহ (২৬), মো. শহিদুল ইসলাম (১২) ও আলতাফ হোসেন (২৬)।

বৃহস্পতিবার র‌্যাবের হাতে আটক একিউআইএসের ১২ সদস্য ঈদুল ফিতরের পর রাজধানীতে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল বলে জানায় র‌্যাব।



মন্তব্য চালু নেই