ঈদকে সামনে রেখে মহাসড়কে বাড়তি নিরাপত্তা জোরদার
শুক্রবার থেকে মহাসড়কে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হচ্ছে। চলবে ঈদের পরের তিন দিন পর্যন্ত। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ১৪ হাজার কমিউনিটি পুলিশের সমন্বয়ে এই নিরাপত্তা বলয় গড়ে তেলা হবে।
নিরাপত্তার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। এর মধ্যে কাঁচপুর, দাউদকান্দি, চান্দিনা বাজার, ময়নামতি, ক্যান্টনমেন্ট মোড়, পাদুয়া বাজার রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকা, মহিপালে ওয়াচ টাওয়ার থাকবে। রাতে থাকবে নাইটভিশন যন্ত্র। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার মোড়, মাওয়া কাওড়াকান্দি ফেরিঘাট, দৌলতদিয়া, আরিচা, পাটুরিয়া ও সিরাজগঞ্জের মোট ১০টি স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। সেখানে যানজট ও অপরাধীদের চিহ্নিত করতে বাইনোকুলারসহ আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে। মহাসড়কে ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধে ২৪ ঘণ্টা মনিটর করা হয়েছে।
মন্তব্য চালু নেই