ব্যাংক খোলা থাকবে ২৬ জুলাই পর্যন্ত
তৈরি পোশাক শিল্পে কর্মরত কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ২৬ জুলাই শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক।
চিঠিতে বলা হয়েছে, বিজিএমই-এর অনুরোধে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্রগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক আগামী ২৬ জুলাই শনিবার খোলা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
মন্তব্য চালু নেই