ঢাকায় পৌঁছেই দুশ্চিন্তায় পড়েছেন ডি-ভিলিয়ার্স
অবশেষে ঢাকায় পা রেখেছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার সকালে পৌঁছার কথা থাকলেও, ফ্লাইট সংক্রান্ত জটিলতার কারণে বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায় দ. আফ্রিকা। তবে ঢাকায় পৌঁছেই দুশ্চিন্তায় পড়ে গেছেন দলটির ওয়ানডে দলের অধিনায়ক এবি ডি-ভিলিয়ার্স।
ডি-ভিলিয়ার্সের দুশ্চিন্তার কারণ একটাই, আর তা হলো বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফর্মেন্স। যে দলটি পাকিস্তান ও ভারতের পূর্ণ শক্তির দলকে হারিয়ে সিরিজ জিতেছে সে দলকে নিয়ে একটু চিন্তা থাকবে এটাই স্বাভাবিক। বাংলাদেশ কে হালকা ভাবে নেওয়ার দিন এখন নেই উল্লেখ করে ডি-ভিলিয়ার্স বলেন, ‘বাংলাদেশ এখন অনেক পরিপুর্ণ ক্রিকেট খেলছে। আমি আশা করছি আমরা ভালো করব।’
বাংলাদেশের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দ. আফ্রিকা। আগামী ৫ই জুলাই টি-২০ ম্যাচের মাধ্যেমে শুরু হবে সিরিজ।
মন্তব্য চালু নেই