কলারোয়া, সাতক্ষীরার কিছু খবর :

কলারোয়া সীমান্তে এক মহিলা আটক

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় কলারোয়া থানা পুলিশ এক মহিলাকে আটক করেছে। কলারোয়ার থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, কলারোয়া থানার এসআই সোয়েব আলী, এএসআই ইকবাল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার কেঁড়াগাছি গ্রামের অমেদ আলী মোড়লের স্ত্রী লিলিমা বেগম (৩৮) কে সীমান্ত থেকে আটক করেন। আটককৃত মহিলা অবৈধ ভাবে ভারতে যাচ্ছিল বলে জানা গেছে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-২৫(৬)১৫ দায়ের হয়েছে।

কলারোয়ায় জামায়াত কর্মীসহ আটক দুই
কলারোয়ায় এক জামায়াত কর্মীসহ এক ওয়ারেন্টভূক্ত আসামিকে আটক করেছে থানা পুলিশ। থানার এসআই মি. জিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার পাঁচনল গ্রামের সিআর নং-১৬৪/১৪ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আঃ খালেকের স্ত্রী মমতাজ খাতুন (৩৫) ও থানার মি. আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভাদিয়ালী গ্রামের জামায়াত কর্মী আঃ মজিদ সরদারের ছেলে মিজানুর রহমান (৪৫) কে সোমবার রাতে তাদের বাড়ি থেকে আটক করেন।

কলারোয়ায় মাতলামী করার অভিযোগে আটক ৩
কলারোয়া মদ খেয়ে মাতলামী করার অভিযোগে ৩ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার রাতে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হিমেল হোসেন, এএসআই ইকবাল মাহমুদ, মামুনুর রহমান, জিন্নাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কলারোয়া থেকে যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের রমজান আলীর ছেলে তরিকুল ইসলাম (৩০), সাতক্ষীরার কামাল নগর এলাকার হাবিবুল ইসলামের ছেলে মামুন (২৪), পুরাতন সাতক্ষীরার সিদ্দিকুর রহমানের ছেলে মহিউদ্দিন বিপ্লব (২২) কে আটক করেন। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই