মিরপুরে রিজার্ভ ট্যাংকে গৃহবধূর লাশ, স্বামী আটক

রাজধানীর মিরপুর-১ নম্বরের একটি বাসার পানির রিজার্ভ ট্যাংক থেকে বৃষ্টি (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় স্বামী মো. মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ১১টার দিকে গুদারা ঘাট এলাকার এইচ ব্লকের একটি দোতলা বাড়ির নিচতলায় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের মামা হেমায়েত উদ্দিন জানান, বৃষ্টি তার স্বামীকে নিয়ে ওই বাসায় থাকতেন। গত শুক্রবার থেকে বৃষ্টি নিখোঁজ ছিলো।

বৃষ্টিকে হত্যা করে পানির ট্যাংকে ফেলে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

শাহ আলী থানার এসআই আবদুল হামিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহের বিভিন্ন অংশে পচন ধরেছে। কয়েকদিন আগে বৃষ্টিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তে নিহতের স্বামী মহিউদ্দিনকে আটক করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।



মন্তব্য চালু নেই