অবশেষে একাদশে ভর্তির ফল প্রকাশ
কারিগরি ত্রুটির কারণে কয়েক দফা পেছানোর পর অবশেষে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।
ররিবার রাত সাড়ে ১২টার পরপরই এ ফল প্রকাশ করা হয়। শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বুয়েটে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশের তথ্য জানান।
বিলম্ব ফি ছাড়া ২৯ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।
২৫ জুন রাত সাড়ে ১১টায় আবেদনকারী শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশ করার কথা থাকলেও কারগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। ফলে ফল প্রকাশ কয়েক দফা পেছানো হয়।
ভর্তির মেধা তালিকা www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া মোবাইল এসএমএসে ফলাফল পাঠানো হবে।
মন্তব্য চালু নেই