সোনারগাঁওয়ে ১১ মণ মানুষখেকো পিরানহা মাছসহ গ্রেফতার-১
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর পুলিশ চেক পয়েন্টে রোববার ভোর রাতে অভিযান চালিয়ে ১১ মণ মানুষ খেকো পিরানহা মাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যানসহ মাছ ব্যবসায়ী বিল্লাল হোসেনকে (২২) গ্রেফতার করা হয়।
পরে সোনরগাঁও উপজেলা ইউএনও আবু নাসের ভূঞা ভ্রাম্যমান আদালত বসিয়ে গ্রেফতারকৃত মাছ ব্যবসায়ী বিল্লাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
পুলিশের এসআই আব্দুল হক সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে আষাঢ়িয়ারচর পুলিশ চেক পয়েন্টে অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ী বিল্লালকে ১১ মন মানুষ খেকো পিরানহা মাছসহ (পিরোজপুর-ন-১১-০০৫১) কাভার্ড ভ্যান আটক করে।
পিরানহা মাছ ব্যবসায়ী বিল্লাল হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার কল্পবাঁশ গ্রামের মুকবুল হোসেনের ছেলে।
এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুর কাদের পিরানহা মাছসহ বিল্লাল হোসেনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য চালু নেই