রহস্যময়ী যে পাথর হেটে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে! (ভিডিও)

Racetrack Playa অংশটি জনমানবহীন এক বৈচিত্রময় জায়গা। সচরাচর অন্য প্রানীও দেখা যায় না এখানে। এই উপত্যকার রহস্যময় পাথরগুলি কোন এক অজানা কারনে তার স্হান পরিবর্তন করে বয়ে চলে। ধারনা করা হচ্ছে, পাথরগুলি প্রতি ২-৩ বছর পর পর অগ্রসর হয় রহস্য আরও ঘনিভূত হওয়ার প্রধান কারন হচ্ছে,

• বিস্তৃত এলাকা জনমানবহীন।

• এখানে বন্যা হয় না।

• এখানে এতো গতিবেগে বাতাস প্রবাহিত হয় না যে পাথরগুলির স্হান পরিবর্তনে সহায়ক হবে।

কিছু গবেষকদের মতে, মাটি যখন কর্দমাক্ত থাকে এবং বরফ পড়ে পিচ্ছিল হয় তখন বাতাসের ধাক্কায় পাথরগুলি স্হান পরিবর্তন করতে পারে। শেষ পর্যন্ত এই যুক্তিও গ্রহনযোগ্যতা পাইনি। কারন পাথরগুলি স্হান পরিবর্তন করে গ্রীষ্মকালে যখন মাটি একেবারে শুকনো থাকে এবং বরফও পড়ে না। তাছাড়া পাথরগুলি একই রাস্তায় চলে না। প্রতিটি পাথরের চলার পথ সম্পূর্ন ভিন্ন বা আলাদা।

sliding-rock 645778717_small

Sailing rocks, the Racetrack playa. Death Valley National Park, California, USA.

Sailing stone on the Racetrack Playa. The sliding rocks, or sailing stones, move across the mud flats of the Racetrack Playa, leaving trails behind in the mud. The explanation for their movement is not known with certainty, but many believe wind pushes the rocks over wet and perhaps icy mud in winter

310-sliding-stones-Racetrack-Playa-08

 



মন্তব্য চালু নেই