খালেদা আসবেন, তাই প্রোগ্রাম শূন্য প্রেসক্লাব
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) আয়োজিত প্রেসক্লাবের ইফতার পার্টিতে যোগ দিবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এজন্য প্রেসক্লাবে অন্য কোনো দল বা সংগঠনের কোনো অনুষ্ঠান হতে দেখা যায়নি।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দুই-তিনটি মানববন্ধন ছাড়া কনফারেন্স রুম, ভিআইপি লাউঞ্জ, হলরুম কোথাও কোনো অনুষ্ঠান হয়নি।
বিএনপি চেয়ারপারসনের আগমন উপলক্ষে প্রেসক্লাবের গেটে সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পরিচয় জেনে প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন দায়িত্বরত কর্মকর্তারা।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এ ইফতার পার্টিতে বিকাল ৫টায় বেগম খালেদা জিয়া যোগদেবেন।
মন্তব্য চালু নেই