১৫ রোজার পর বাজারে আসছে নতুন নোট

গত কয়েক মাস ধরে নতুন নোট সরবরাহ বন্ধ থাকার পর, সামনে ঈদুল ফিতরকে সামনে রেখে ১৫ রোজার পর বাজারে আসবে নতুন নোট বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান।

দীর্ঘ দিন নতুন নোট তৈরী না হওয়াতে সুযোগটা কাজে লাগচ্ছে কিছু অসাদু ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ীরা। ব্যাংকের প্রধান ফটকের পাশেই বাড়তি মূল্যে মিলছে সব ধরনের নতুন নোট।

বাংলাদেশ ব্যাংকে আসা নোট প্রত্যাশী রফিকুন নবী বলেন, ব্যাংকের নোট সরবরাহ বন্ধ রেখে এক শ্রেণির ব্যাংক কর্মচারী-কর্মকর্তার সহায়তায় বাইরে চলে যাচ্ছে বিভিন্ন মানের এসব নতুন নোট।

সারা বছরই চাহিদা থাকলেও ঈদকে সামনে রেখে একটু বেশিই বেড়ে যায় নতুন নোটের চাহিদা। আর এই চাহিদা মেটাতে নিয়মিত নতুন নোটের সরবরাহ করা হয় বাংলাদেশ ব্যাংক থেকে। তবে ঈদকে সামনে রেখে বাড়তি চাহিদা মেটাতে আগামী সপ্তাহ থেকে অতিরিক্ত নতুন নোট সরবরাহ করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, ‘চাহিদা অনুযায়ী আগামী সপ্তাহ থেকে নতুন নোট গ্রাহকদের দেয়া হবে।’

কিন্তু বাংলাদেশ ব্যাংকের সবগুলো কাউন্টার ঘুরেও কোথাও নতুন নোট সরবরাহ করতে দেখা যায়নি। গত কয়েক মাস ধরেই নতুন নোট সরবরাহ বন্ধ আছে বলে জানান হয় কাউন্টার থেকে।



মন্তব্য চালু নেই