দুর্গাপুরে ইয়াবা সহ ৪ যুবক আটক

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পৌর সদরে সাধুপাড়া এলাকা থেকে শুক্রবার গভীর রাতে ৪৫ পিচ ইয়াবা সহ ৪ যুবককে আটক করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মিজানুর রহমান জানান, শনিবার সকালে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন।

এরা হলো- চরমুক্তার পাড়া এলাকার মৃতঃ আলী উসমানের ছেলে আহাম্মদ আলী (৪৫), চারিয়া মাসকান্দা এলাকার মৃতঃ আব্দুল হাইয়ের ছেলে হাদিস মিয়া (২৭), সাধুপাড়া এলাকার মৃতঃ শৈলেশ সাহার ছেলে সুমন সাহা (২৮), মাছবাজার এলাকার মৃতঃ আবুল হোসেন মন্ডলের ছেলে আবুল কালাম (৪৮)।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২.১৫ মিঃ দুর্গাপুর পৌরসভাধীন সাধুপাড়া এলাকা থেকে সুমন সাহার বাড়ীর নির্মানাধীন পরিত্যাক্ত ঘরে অভিযান চালিয়ে ৪৫ পিচ ইয়াবা সহ আসামীদের গ্রেফতার করা হয়। শনিবার তাঁদের দুর্গাপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাঁদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।



মন্তব্য চালু নেই