কলারোয়ায় “জমি আছে-ঘর নেই” আশ্রয়ণ প্রকল্প’র নির্মাণাধীন ঘর পরিদর্শনে ইউএনও
সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প’র আওতাধীন যাদের জমি আছে কিন্তু ঘর বানানোর সমর্থ নেই তাদের মাঝে বসত ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
উপজেলার ১১ টি ইউনিয়নে আশ্রয়হীন ১১জন ব্যক্তিকে এ প্রকল্প’র আওতায় বসত ঘর নির্মাণকাজ অব্যাহত আছে। বুধবার দুপুরের দিকে উপজেলার সোনাবাড়িয়া, কেঁড়াগাছি ও লাঙ্গলঝাড়া ইউনিয়নে নির্মাণাধীণ ঘরগুলো পরিদর্শন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার।
এ সময় তিনি প্রকল্প’র কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রকল্পের প্রতিটি পরিবারের বসত ঘর নির্মাণ বাবদ ব্যয় ধরা হয়েছে সোয়া দুই লাখ টাকা। যার মধ্যে বসত ঘর ছাড়াও থাকছে স্বাস্থ সম্মত টয়লেট, টিউবওয়েলসহ আনুষাঙ্গিক জিনিষ পত্র। উপজেলায় নির্বাচিত ১১ ব্যক্তি মধ্যে ৬ জন রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা।
মন্তব্য চালু নেই