কুকড়ানো চুল সোজা করতে যা করবেন

সিল্কি মোলায়েম চুল দেখতে কার না ভালো লাগে। কিন্তু সবার চুলতো আর সিল্কি হয় না। মূলত যাদের চুল সিল্কি নয় অর্থ্যাৎ কুকড়ানো তাদের মধ্যে অনেকেই চুল নিয়ে কিছুটা চিন্তার মধ্যে থাকেন। তাই চুল সিল্কি এবং চুলের সৌন্দর্য ঠিকমতো ধরে রাখতে আপনাকে যা করতে হবে তা হলো-

চুল দ্রুত সিল্কি করতে চাইলে ২ দিন পর পর পুরো চুলে মেয়োনিজ লাগিয়ে ৫ থেকে ৭ মিনিট চুল আঁচড়ে ঐভাবেই চুল ছেড়ে রাখুন ২৫ থেকে ৩০ মিনিট। চুলে মেয়োনিজ লাগানোর পর খেয়াল করে দেখুন, চুল অয়েলি নাকি ড্রাই দেখাচ্ছে। চুল অয়েলি দেখালে শ্যাম্পু করে ফেলুন, ড্রাই হলে শুধু পানি দিয়ে চুল ধুয়ে ফেলে পরদিন শ্যাম্পু করুন।

সপ্তাহে ৩ দিন ১ কাপ মেয়োনিজের সঙ্গে ২ টেবিল চামচ এলোভেরা জেল ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

সপ্তাহে ২ দিন ১ কাপ মেয়োনিজের সঙ্গে ১টি ডিম ও ১ টেবিল মেহেদি গুঁড়ো মিশিয়ে পেস্ট করে পুরো চুলে লাগিয়ে ২০ মিনিট পর শ্যাম্পু করুন।



মন্তব্য চালু নেই