জরিমানার বিরুদ্ধে ডা. জাফরুল্লাহর আবেদন

ট্রাইব্যুনালের দেওয়া ৫ হাজার টাকা জরিমানা ও এক ঘণ্টার দণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল আবেদন করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী ব্যারিস্টার আক্তার ইমাম এ আবেদন দায়ের করেন।

ব্যারিস্টার আক্তার ইমাম বলেন, ‘সংবিধানের ১০৪ ধারায় অনুযায়ী এই আবেদন করা হয়েছে।’
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এই আবেদনের ওপর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ১০ জুন আদালত অবমাননার দায়ে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যর বেঞ্চ ডা. জাফরুল্লাহকে এক ঘণ্টার কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

ট্রাইব্যুনালের রায়ের পর প্রথমে তিনি কাঠগড়ায় উঠে সাজা ভোগ করতে অস্বীকৃতি জানান ও আদালতকে সাজা স্থগিত করতে বলেন। অবশেষে তার সঙ্গীদের অনুরোধ ও জোরাজুরিতে ১০ জুন দুপুর ১২টা ৪৯ মিনিট থেকে ১টা ৪৯ মিনিট পর্যন্ত কাঠগড়ায় দাঁড়িয়ে দণ্ড ভোগ করেন জাফরুল্লাহ। সাজা ভোগ করার পর আদালত থেকে বের হয়েই তিনি জানান, আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন।

প্রসঙ্গত, ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালের জরিমানার রায়ের বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়ায় আদালত অবমানার দায়ে ডা. জাফরউল্লাহ চৌধুরীকে এ সাজা দেওয়া হয়।



মন্তব্য চালু নেই