নাক দিয়ে রক্ত পড়লে কী করবেন? (পদ্ধতি ও ভিডিও)

নাক দিয়ে রক্ত পড়া একই সাথে মারাত্মক ও খুব সাধারণ একটি সমস্যা। অনেক কারণেই নাক থেকে হুট করে রক্তপাত হতে পারে, তবে সবচাইতে সাধারণ কারণটি হচ্ছে ব্যথা পাওয়া। মাথার কোন অংশে বা সরাসরি নাকে ব্যথা পেলে নাক দিয়ে রক্ত পড়তে পারে। নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলে অবশ্যই যাবেন ডাক্তারের কাছে, তবে তার আগে এই রক্তপাত বন্ধ করা জরুরী। কীভাবে বন্ধ করবেন? জেনে নিন অত্যন্ত জরুরী কিছু পরামর্শ।

  • -নাক দিয়ে রক্ত পড়াতে শুরু করলে প্রথমেই যে কাজটি করবেন, সেটা হলো মাথাটা একটু ঝোঁকান ও দুই আঙ্গুল দিয়ে নাক চেপে ধরুন। এভাবে কিছুক্ষণ থাকলেই রক্তপাত বন্ধ হবার কথা।
  • -৭ থেকে ১০ মিনিট নাক উপরোক্ত নিয়মে চেপে রাখলে রক্তপাত বন্ধ হবার কথা। তাতেও যদি না হয়,একই ভাবে আরও ১০ মিনিট রাখুন।
  • -কোনক্রমেই মাথা খুব বেশী নিচের দিকের করবেন না বা নিচে ঝুঁকে কিছু তুলবেন না।
  • – কোনভাবেই শুয়ে পড়বেন না নাক দিয়ে রক্তপাত হলে। এতে হিতে বিপরীত হতে পারে।
  • -যদি দ্বিতীয় দফাতেও কাজ না হয় ও রক্ত পড়তেই থাকে, তাহলে নাক ও নাকের আশেপাশের এলাকায় আইস ব্যাগ চেপে ধরে রাখুন। কিছুক্ষণ চেপে ধরে রাখলে রক্তের ধমনী সংকুচিত হয়ে রক্ত পরা বন্ধ হবে।
  • -অবশ্যই দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। যদি দেখতে পান যে নাক থেকে পাতলা হলদে রঙের তরল বের হচ্ছে, তার অর্থ কোন গুরুতর সমস্যা হয়েছে। অবিলম্বে হাসপাতালে যান।
  • -যদি দেখতে পান যে নাকটাকে অন্যরকম দেখাচ্ছে, এর অর্থ নাক ভেঙেছে। সেক্ষেত্রেও দ্রুত ডাক্তারের শরণাপন্ন হোন।

maxresdefault_1

আরেকটু বিস্তারিত জানতে দেখে নিন এই ভিডিও :



মন্তব্য চালু নেই