কলারোয়ায় ঘোড় দৌড় প্রতিযোগিতায় মোটর সাইকেল চুরির অপরাধে আটক ৩
সাতক্ষীরার কলারোয়ায় ঘোড় দৌড় প্রতিযোগিতার সময় ২টি মোটর সাইকেলসহ ২টি বাইসাইকেল চুরি করার অপরাধে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, রবিবার বিকালে উপজেলার ধানঘরা-চিতলা মাঠে স্থানীরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে শত শত লোকজন ঘোড় দৌড় দেখতে আসেন। উপজেলা বলিয়ানপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে আমিরুল ইসলাম (৪২) একটি সাতক্ষীরা-হ-১২৫১২১নং হিরোহোন্ডা মোটরসাইকেল তার বন্ধু ফজলুর রহমানের বাড়িতে রেখে প্রতিযোগিতা দেখতে যান। পরে তার বন্ধু ফজলুর রহমানের বাড়িত গিয়ে দেখতে পান তার মোটরসইকেলটি নেই। অনেক খোঁজ করে না পেয়ে গ্রামবাসীদের জানালে তারা জানায় এবাদ আলীর বাড়ি থেকে আরও একটি প্লাটিনা ১০০ সিসির মোটর সাইকেলসহ ২টি বাই সাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভাদিয়ালী গ্রামের আফসার আলীর ছেলে মাজহারুল ইসলাম (৩২), নড়াইলের বড়াদুষুলো গ্রামের মৃত. ফজলু মুন্সীর ছেলে আ: হালিম (৫০) ও ব্রজবাকসা গ্রামের মৃত. আঃ হামিদের ছেলে রবিউল ইসলাম (৪৫) কে ভোর রাতে আটক করে। এদিকে, কলারোয়া প্রেসক্লাবের নিচে বৈশাখী ডেকারেটর’র সামনে রাখা একটি বাইসাইেকেল সোমবার দুপুরে চুরি হয়েছে বলে জানা গেছে। ডেকারেটর মালিক মীর আবুল কাশেম জানান, দুপুরে দোকানের সামনে সাইকেল রেখে নামাজ পড়ে ফিরে এসে দেখেন তার সাইকেলটি সেখানে নেই। দিনে দুপুরে এভাবে লোকালয় থেকে সাইকেল চুরির ঘটনায় সবাইকে ভাবিয়ে তুলেছে। এ ব্যাপারে ছিচকে চোর ধরতে থানা পুলিশের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগিরা।
মন্তব্য চালু নেই