অ্যাকর্ড ও অ্যালায়েন্স গলার ফাঁস : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘ইউরোপের পোশাক আমদানিকারক ও ট্রেড ইউনিয়নের জোট- অ্যাকর্ড ও অ্যালায়েন্সকে আমাদের দেশে তৈরি পোশাক খাতের উন্নয়নের জন্য স্বাগত জানিয়েছিলাম। এখন এদের কর্মকাণ্ডে মনে হচ্ছে এ দুটি সংস্থা গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে।’

সোমবার দুপুরে সচিবালয়ে তৈরি পোশাক খাত শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও এক্সেসরিজ শিল্পমালিকদের সঙ্গে সাক্ষাৎকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম অ্যালায়েন্স ও অ্যাকর্ডের কর্মকাণ্ড তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে তৈরি পোশাক খাতের উন্নয়নে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়।



মন্তব্য চালু নেই