স্তনে টিউমার মানেই ক্যানসার নয়

মেয়েদের বয়স ১৫ থেকে ২৫ বছরের থাকা অবস্থায় স্তনে গোটা দেখা দিতে পারে। এই গোটা বা টিউমারকে সাধারনত ফাইব্রোএডেনোমা বলে। এটা ক্ষতিকারক কোনো টিউমার বা ক্যানসার নয়। একে স্তনের নিরীহ টিউমার বলা হয়।

ফাইব্রোএডেনোমা ২ থেকে ৩ সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। খুব কম ক্ষেত্রেই এই টিউমার ৫ সে.মি অতিক্রম করে। অনেক সময় ২৫ বছরের বেশি নারীদেরও ফাইব্রোএডেনোমা হতে পারে। তবে বয়োসন্ধির সময়ই এই ফাইব্রোএডেনোমা খুব দ্রুত বাড়তে থাকে। তাই স্তনে কোনো টিউমার হলে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ক্যানসার ভেবে ভয় পাওয়ার কারণ নেই।

ফাইব্রোএডেনোমার হলে এর জন্য কোনো চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়না। তবে চিন্তামুক্ত থাকার জন্য বায়োপসি করে নিশ্চিত হতে পারেন। স্তনে অযথায় টিউমারের অবস্থান যদি অস্বস্তি সৃষ্টি করে অথবা কারো মনে সন্দেহ কাজ করে তবে কসমেটিক সার্জন দিয়ে অপারেশন (Enucleation) করিয়ে নেয়া যেতে পারে।



মন্তব্য চালু নেই