নেইমারের ওপর ক্ষিপ্ত জাভি! (ভিডিও)

জুভেন্টাসকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে বার্সেলোনা। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে তারা ট্রেবল জয়ের রেকর্ড গড়ে। স্পেনে ফিরে শিরোপা নিয়ে ছাদ খোলা বাসে প্যারেড করে বার্সা। সেখানে ভক্ত-সমর্থকদের সঙ্গে শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করেন খেলোয়াড়রা। প্যারেডের সময় বার্সার খেলোয়াড়দের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিদায়ী খেলোয়াড় জাভি হার্নান্দেজ।
নেইমার-রাকিটিকরা তাকে নিয়ে টানা-হেচরা করার চেষ্টা করেন। এতে নেইমারদের উপর কিছুটা ক্ষীপ্ত হন জাভি। এক পর্যায়ে তিনি কিছুটা রুক্ষভাবে নেইমারের মাথা ধরে ধাক্কা দেন। এরপর রাগন্বিত হয়ে নেইমারকে কি যেন বলতে থাকেন। প্যারেড শেষে তিনি বিষয়টি স্বীকারও করেন।
এ বিষয়ে জাভি বলেন, ‘যখন আমি বাসের এক প্রান্তে দাঁড়িয়ে ছিলাম তখন তারা আমার জুতা খুলে ফেলার চেষ্টা করছিল। আমাকে টেনে নিচে নামাতে চাইছিল। আমি তাদের বলছিলাম যে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি কর। কারণ, এই প্যারেড ভক্ত-সমর্থকদের জন্যই। সমর্থকদের ধন্যবাদ দেওয়ার জন্য। প্যারেডের সময় আপনি কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারেন না।’

ভিডিও
https://youtu.be/GGOkOY8aKR0

































মন্তব্য চালু নেই