যৌন হয়রানির আইন পরিবর্তনে গাগার আহ্বান

যৌন হয়রানির আইন আরো জোরালো করার আহ্বান জানিয়েছেন মার্কিন পপ তারকা লেডি গাগা এবং নিউ ইয়র্কের গভর্ণর অ্যান্ড্রু কুওমো। এই দুজন যৌথভাবে একটি প্রবন্ধ লিখে সেই দেশের যৌন হয়রানির আইন পরিবর্তনের আহ্বান জানান। পাশাপাশি ওই প্রবন্ধে কেন আইন পরিবর্তনের প্রয়োজন তার কারণও ব্যাখ্যা করেছেন তারা।

২৯ বছর বয়সি গাগা আগেই জানিয়েছিলেন- কিশোরী বয়সেই ধর্ষনের শিকার হয়েছেন তিনি। সম্প্রতি কুওমোর ‘ইনাফ ইজ ইনাফ’ ক্যাম্পেইনে যোগ দিয়ে এ আন্দোলনকে আরো জোরালো করেছেন এ তারকা।

বিলবোর্ড ম্যাগাজিনে প্রকাশিত একটি রচনায় গাগা এবং কুওমো লিখেছেন, ‘ইদানিং কলেজ পড়ুয়া অনেক স্টুডেন্ট যৌন হয়রানির শিকার হচ্ছে। তাদের কিছু বিচারের আওতায় নেওয়া হচ্ছে কিন্তু যথেষ্ট প্রমাণের অভাবে দোষীরা মুক্ত হয়ে যাচ্ছে।’

তিনি আরো লিখেছেন, ‘পাশাপাশি যৌন হয়রানির শিকার হওয়া ব্যক্তিরাও পরিস্থিতি সামলানোর জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে পারে না। যার কারণে ভিকটিম ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। তারা জনসম্মুখে তাদের কথাগুলোও বলতে পারে না। কথাগুলো বলতে পারলে দ্রুত তারা পরিস্থিতি সামলে উঠতে পারবে। এবং যৌন হয়রানির যে লাঞ্ছনা তা থেকে মুক্তি পাবে।’

গ্র্যামি জয়ী গায়িকা গাগা এবং কুওমো রাজনৈতিক ব্যক্তিদেরকেও যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বলেছেন। পাশাপাশি তারা বলেছেন, ‘আমাদের সকলের দেশের সকল যুবক নারী এবং পুরুষের প্রতি দ্বায়িত্ব রয়েছে। আইনজীবী এবং শিক্ষাবিদ থেকে শুরু করে অ্যাডভোকেট এবং এ ধরনের প্রতিষ্ঠান ও ছাত্রদেরকে এ আন্দোলনকে জোরদার করার জন্য এগিয়ে আসতে হবে।’



মন্তব্য চালু নেই