শাহজালালে পৌণে পাঁচ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পৌণে ১০ কেজি ওজনের স্বর্ণের বারসহ দুইজনকে আটক করা হয়েছে। এসব স্বর্ণের আনুমানিক মূল্য পৌণে পাঁচ কোটি টাকা।

মঙ্গলবার সকালে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ভোর ৫টা ৪৪ মিনিটে কাতারের দোহা থেকে কাতার এয়ারওয়েজের কিউআর ৬৩৪ নম্বরের একটি ফ্লাইটে ঢাকা এসে পৌঁছান আলাউদ্দিন (৩০) নামে এক যাত্রী। তাকে তল্লাশি করে ৬৪টি স্বর্ণের বার পাওয়া যায়। এসব বারের ওজন সাড়ে সাত কেজি। মূল্য তিন কোটি ৭৪ লাখ টাকা।

আলাউদ্দিনের বাড়ি নোয়াখালী বলে জানান তিনি।

অপরদিকে সকাল সাড়ে সাতটায় এফজেড ৫৮৩ নম্বরের একটি ফ্লাইটে দুবাই থেকে আসা শাহজাহান (৩৮) নামে এক যাত্রীর কাছ থেকে ১৯টি স্বর্ণের বার জব্দ করা হয়। এসব স্বর্ণের ওজন সোয়া দুই কেজি। মূল্য এক কোটি ১১ লাখ টাকা।

শাহজাহানের বাড়ি চট্টগ্রাম বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই