বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু ম্যাপস
একের পর বিভিন্ন সেবা বন্ধ করে দিচ্ছে ইয়াহু। আর এই তালিকায় সর্বশেষ সংযোজন ইয়াহু ম্যাপস। এ মাসের শেষের দিকেই বন্ধ করে দেওয়া হচ্ছে ইয়াহুর এই ম্যাপিং সেবা। মূলত অন্যান্য সেবায় আরও প্রাধান্য দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইয়াহুর পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে ইয়াহু জানিয়েছে, তাদের বিভিন্ন সেবার ক্ষেত্রে প্রয়োজনে ম্যাপ দেখানো হবে, কিন্তু সেটি ইয়াহু ম্যাপস ব্যবহার করে নাও হতে পারে।
আট বছর আগে চালু করা হয় ইয়াহু ম্যাপস। গত কয়েক বছর ধরেই এই ম্যাপিং সেবায় নতুন কোন ফিচার সংযোজন করা বন্ধ করে দেয় ইয়াহু। ফলে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সাথে পেরে উঠতে পারছিল না ইয়াহু ম্যাপস।
উল্লেখ্য, ম্যাপসের পাশাপাশি ইয়াহু পাইপস নামের একটি ডেভেলপার টুলসও বন্ধ করার ঘোষণা দিয়েছে ইয়াহু।
মন্তব্য চালু নেই