‘বাজেট পোশাক ও শিল্পবান্ধব নয়’

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পোশাক ও বস্ত্র শিল্পবান্ধব নয় বলে দাবি করেছে পোশাক ও বস্ত্র খাতের চার সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও বিজিএপিএমইএ।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে সংগঠনগুলো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি মো. আতিকুল ইসলাম, বাংলাদেশ নিটওয়ের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান, বাংলাদেশ টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি তপন চৌধুরী এবং বাংলাদেশ গার্মেন্টস এক্সেসোরিজ অ্যান্ড প্যাকেজিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি রাফেজ আলম চৌধুরী।

আতিকুল ইসলাম বলেন, যে মূহূর্তে পোশাক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উৎস কর প্রত্যাহারের জোর দাািব জানিয়ে আসছে, ঠিক সে মূহূর্তে সরকার ক্ষতিগ্রস্থ এ খাতের ওপর জোর করে অতিরিক্ত উৎস কর চাপিয়ে দিচ্ছে। এর ফলে পোশাক ও বস্ত্র শিল্প খুবই হুমকির মুখে পড়বে।

এ শিল্পকে বিশ্ব বাজারে টিকিয়ে রাখতে উৎস কর প্রত্যাহার করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।



মন্তব্য চালু নেই