ভারতের সাথে পানি ব্যবহার চুক্তি সম্পাদনের দাবি

তিস্তাসহ ভারতের সাথে সম্পৃক্ত ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা পেতে জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশন-১৯৯৭ এর আলোকে

পানি ব্যবহার চুক্তি সম্পাদনের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার ‘জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশন বাস্তবায়ন আন্দোলন’ এর ব্যানারে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে জল-জলা ও কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ফরিদুর ইসলাম ফিরোজ সভাপতির বক্তব্যে বলেন, ‘আন্তর্জাতিক আইন ও রীতি অনুযায়ী নদীর পানি ব্যবহারে বিভিন্ন চুক্তি ও নীতিমালা ভারত অনবরত অমান্য করে চলছে। তারা এসব নদীর উপর একতরফাভাবে বিভিন্ন প্রকার ড্যাম, ব্যারেজ ও বিদ্যু প্রকল্প গড়ে তুলছে। আমরা তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রীন ভয়েসের আহ্বায়ক মীর বিশ্বাস, তিস্তা নদী রক্ষা সংগ্রাম কমিটির উপদেষ্টা রাজীব হাসান মুন্না, বিজ্ঞান আন্দোলন মঞ্চের আহ্বায়ক রুহুল আমীন প্রমুখ।



মন্তব্য চালু নেই