মানব পাচার : এক মাসে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে
পররাষ্ট্রসচিব শহীদুল হক জানিয়েছেন, মানব পাচারের শিকার সাগরে ভাসমান ও আটকে পড়া বাংলাদেশিদের এক মাসের মধ্যে ফিরিয়ে আনবে সরকার।
মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন পিকাবের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় পররাষ্ট্র সচিব এ তথ্য জানান।
শহীদুল হক বলেন, ‘মানব পাচারের শিকার হওয়া ৭ হাজার জনের মধ্যে ৩০ শতাংশ বাংলাদেশি। এ পর্যন্ত দেড় হাজার বাংলাদেশিকে চিহ্নিত করা গেছে।`
তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিকভাবে মানব পাচারকে রাজনৈতিক রূপ দিলে এ সমস্যা কখনোই সমাধান করা সম্ভব হবে না।’
মন্তব্য চালু নেই