যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ ৩ জুন

শবে বরাত উপলক্ষে আগামী ৩ জুন ঢাকায় অবস্থিত আমেরিকান দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট এ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে সোমবার গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এই তথ্য জানান হয়।

যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, শবে বরাত বাংলাদেশের একটি জাতীয় ছুটির দিন। তাই এ দিন যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে। জরুরি সেবা পেতে যে কেউ ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।



মন্তব্য চালু নেই