শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ
পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীতে সকল ধরনের বিষ্ফোরণ ও পটকাবাজি নিষিদ্ধ করে আদেশ জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, ‘নগরবাসীর শান্তি ও ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষায় ২ জুন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হল।’
নগরবাসীর নিরাপত্তায় ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য চালু নেই