বিশ্বের নাম্বার ওয়ান ‘সেক্সি’মহিলা দীপিকা

এফএইচএম ম্যাগাজিনের ভোটে বিশ্বের ১নম্বর ‘সেক্সি’ মহিলা হিসেবে নির্বাচিত হলেন ভারতের এখন ১নম্বর অভিনেত্রী দীপিকা পাডুকোন। দীপিকা এইও ম্যাগাজিনটির প্রচ্ছদে ফোটোশ্যুটের কাজ করবেন কিছুদিনের মধ্যেই।

গত মঙ্গলবার এই ম্যাগাজিনটি বিশ্বের শ্রেষ্ঠ ১০০ জন ‘সেক্সি’ সুন্দরীকে নিয়ে একটি কভার স্টোরি প্রকাশ করেছিল।

সম্প্রতি জানা গেল দীপিকাকে এই ম্যাগাজিনের কর্মকর্তারা এক নম্বর হিসেবে ভোট দিয়েছেন। এই খবর পেয়ে বলিউডের এই অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি খুবই খুশি, এবং আমি মনে করি এটা আমার ফিগারের জন্য এই নির্বাচিত হইনি। বলিউডে এতোদিন যা কাজ করেছি আমি তার ওপর বিচার করেই এনারা আমাকে ১নম্বর স্থানে রেখেছেন বলে আমি মনে করি।’ ‘রামলীলা’ খ্যাত এই অভিনেত্রীকে শেষ দেখা গেছে তামিলের সুপারস্টার রজনীকান্তের সঙ্গে অ্যানিমেটেড ছবি ‘কোচাধাইয়ানে’। ম্যাগাজিনটির এই সম্মানের পর আপাতত দীপিকা তাকিয়ে আছেন তার আগামী ছবি ‘ফাইন্ডিং ফ্যানি’র দিকে, যেখানে এখনও পর্যন্ত যে যে ভূমিকায় অভিনয় করেছেন তার থেকে সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্রে পাওয়া যাবে দীপিকাকে।



মন্তব্য চালু নেই