জাপার ‘কল্যাণে’ ক্ষমতায় আ. লীগ: এরশাদ

জাতীয় পার্টি সঙ্গে না থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারতো না দাবি করে এইচ এম এরশাদ তার দল নিয়ে ‘মুখরোচক’ কথা না বলতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার জাতীয় শ্রমিক পার্টির ইফতার অনুষ্ঠানে এরশাদ বলেন, “জাতীয় পার্টিকে নিয়ে মুখরোচক কথা বলবেন না। ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি অংশ না নিলে আপনারা (আওয়ামী লীগ) ক্ষমতায় আসতে পারতেন না।
“দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা পেত না। তাই জাতীয় পার্টি নিয়ে কথা বলতে সাবধান হোন।”
সাবেক সামরিক শাসক এরশাদ বলেন, “১৯৯১ সালে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করলে আমি সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যেতাম।”
তিনি বলেন, দেশে ২৮ লাখ বেকার রয়েছে।কর্মসংস্থান না হওয়ায় তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
“শেয়ারবাজার লুটপাটকারী দরবেশ বাবা ও ব্যাংক ডাকাতদের প্রধানমন্ত্রীর আশপাশে দেখে জাতি লজ্জা পায়।”
বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
আওয়ামী লীগ ও বিএনপির ‘লেজুড়বৃত্তির’ কারণে ছাত্র রাজনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশেষ দূত।
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দলের সভাপতিমণ্ডলির সদস্য কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই