এমরানের চুমু খাওয়ার নিয়ম !
চুমুর দৃশ্যে অভিনয়ের আগে একটি নিয়ম বরাবরই মেনে চলেন বলিউডের ‘সিরিয়াল কিসার’ এমরান হাশমি। তা হল, চুমু খাওয়ার আগে বেরি জাতীয় ফল খান না তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমরান জানান, বেরি জাতীয় ফল খেলে তার অ্যালার্জি হয়। তাই চুমুর দৃশ্যে অভিনয়ের আগে কোনো ঝুঁকি নিতে চান না তিনি।
এমরান আরও জানান, একবার এক অভিনেত্রীর সঙ্গে রসিকতা করার জন্য চুমুর দৃশ্যের আগে রসুন খেয়ে নিয়েছিলেন তিনি! তবে ঠিক কোন অভিনেত্রীর সঙ্গে এই কাজটি করেছেন এমরান, তা জানাননি।
এত অভিনেত্রীকে চুমু খাওয়ার পরও এমরানের জন্য সবচেয়ে সেরা চুমু ছিল নিজের কুকুরের দেয়া চুমু।
‘জান্নাত’ খ্যাত এই অভিনেতা জানান, একদিন তার পোষা কুকুরটি আদর করে তাকে চেটে দেয়, আর সেটাই তার কাছে সেরা চুমু মনে হয়েছে।
‘মিস্টার এক্স’ এর ব্যর্থতার পর মুক্তির অপেক্ষায় আছে এমরান অভিনীত নতুন সিনেমা ‘হামারি আধুরি কাহানি’। এতে এমরানের সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা বালান। সিনেমাটি মুক্তি পাবে ১২ জুন।
মন্তব্য চালু নেই