‘এডিপি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না’

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘অপচয় কমাতে হবে। এক লাখ কোটি টাকার এডিপি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে দেশের চেহেরা বদলে যাবে। কিন্তু সেটি হচ্ছে না।’

তিনি বলেন, ‘কংক্রিটের রাস্তা হওয়া জরুরি। এটিই হবে একমাত্র সমাধান। তা না হলে রাস্তা সামান্য বৃষ্টিতে ভেঙ্গে যাবে।’

রাজধানীর শেরেবাংলা নগরে ‘প্রকল্পের প্রভাব মূল্যায়ন ও নিবিড় সমীক্ষা প্রতিবেদন’ উপস্থাপন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে রবিবার তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সচিবরা এ রকম গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে না এলে মন্ত্রী ও প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হবে। প্রয়োজনে অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজনীতি জড়িয়ে আছে। কেউ রাজনীতির বাইরে নেই। রাজনীতি হচ্ছে ভাল কাজ করা। যারা ভাল কাজ করেন দেশ ও মানুষের মঙ্গল কাজ করেন তারা সবাই রাজনীতি করেন। সুতরাং রাজনীতির বাইরে যাওয়ার সুযোগ নেই।’

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির সচিব শহীদ উল্লাহ খন্দকার বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা থাকলেও এডিপি বাস্তবায়নে তেমন কোনো প্রভাব পড়েনি। বরং কোনো কোনো ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন এগিয়েছে।’

সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম বলেন, ‘যে সব কাজ বেসরকারিভাবে করা সম্ভব, ওই কাজে সরকারের বিনিয়োগ না করাই উচিৎ। ফলে সরকারের অর্থের অপচয় কমবে।’

তিনি বলেন, ‘আইএমইডির যে মূল্যায়ন সেগুলো মন্ত্রণালয় ও বিভাগগুলো কতটুকু মেনে চলছে এর একটি মূল্যায়ন থাকা উচিৎ।’



মন্তব্য চালু নেই