সন্তানের গলায় দড়ি বেঁধে টানলো পাষণ্ড বাবা (ভিডিও)

রাস্তার পাশের এক ভবন থেকে মর্মান্তিক ঘটনাটি ভিডিও করা হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ‘একটি লোক গাড়ি থেকে নেমে ভেতরে থাকা আনুমানিক ১০ বছরের একটি শিশুর সাথে কথা বলছে।
ছোট্ট ছেলেটির গলায় ‘কুকুরের মতো’ দড়ি বাঁধা। দড়ির লাগাম ওই লোকটির হাতে। যে কিনা চিৎকার করতে করতে দড়ি ধরে হেচকা টানে ছেলেটিকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দিলো।
ছোট্ট শিশুটি কাঁদতে কাঁদতে অনুনয় বিনয় করছে কিন্তু মন গলছে না ওই লোকটির। সে লাগাম ধরে বার বার ছেলেটিকে পিচঢালা রাস্তায় টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে।
এক শ’ মিটার পথ এভাবেই ছেলেটিকে নির্যাতন করে লোকটি। তারপর বাড়ির ভেতরে নিয়ে যায়।’
ডেইলি মিররে প্রকাশিত এই খবরে ভিডিওতে থাকা লোকটিকে ছেলেটির বাবা বলে জানানো হয়েছে। চীনের জিঝিয়াং প্রদেশে এ ঘটনা ঘটে।
খবরে বলা হয়েছে, লোকটি ট্রাক ড্রাইভার। তবে তার নাম জানা যায়নি। সন্তান পড়াশোনা না করে খেলতে যাওয়ায় ক্ষুদ্ধ হয়ে বাবা এ ঘটনা ঘটায়।
জানা যায়, এক প্রতিবেশী এ ঘটনাটি ভিডিও করে। পরে তা ইউটিউবে পোস্ট করে।

https://youtu.be/Nk6nRuiCCBQ





























মন্তব্য চালু নেই