শেখ হাসিনাকে দেশরত্ন উপাধি দিল নাগরিক কমিটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দেশরত্ন’ উপাধিতে ভূষিত করেছে জাতীয় নাগরিক কমিটি।

শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ উপাধি দেন কমিটির আহ্বায়ক সৈয়দ শামসুল হক।

ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে অগ্রগতিসহ জাতীয় জীবনে বিভিন্ন সফলতা অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে এ গণসংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সৈয়দ শামসুল হক বলেন, ‘আজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের আগে আবশ্যিকভাবে ‘দেশরত্ন’ শব্দটি ব্যবহার হবে। আমি সবার পক্ষ থেকে তাকে ‘দেশরত্ন’ উপাধিতে ভূষিত করছি।’



মন্তব্য চালু নেই