পড়শীকে নিয়ে আবারো তোলপাড় ফেসবুক
এবার গান নয়, চলচ্চিত্রের নায়িকা হতে যাচ্ছেন কণ্ঠশিল্পী পড়শী। শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে পড়শীকে।
এর আগে নাটক, বিজ্ঞাপনচিত্র এবং মিউজিক ভিডিওর মডেল হলেও এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। আগামী ২৪ মে থেকে কলকাতায় ’মেন্টালের’ শুটিং শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন পড়শী।
এর আগে গত ১৯ মে ব্যক্তিগত কাজে কলকাতা যান তিনি। সেখান থেকে ২২ মে দেশে ফিরে ২৪ মে থেকে ছবিটির শুটিং শুরু করার কথা রয়েছে তার।
এদিকে প্লেব্যাকেও ব্যস্ত সময় পার করছেন পড়শী। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ ছবির একটি গানে। নাভেদ পারভেজের সংগীতে এই গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন তাহসিন।
প্রথম ছবির ব্যাপারে পড়শী বলেন, আমি অভিনয়ের মানুষ না। তারপরেও গল্পটা পছন্দ হওয়াতে কাজটা করছি। তাছাড়া শাকিব খান আছেন এ ছবিতে। সব মিলিয়ে খারাপ কিছু হবে না আশা করি।
এছাড়াও এ ছবিতে অভিনয় করবেন, আঁচল, মিশা সওদাগর প্রমুখ
মন্তব্য চালু নেই