মিঠাপুকুরে একটি কলাগাছে ২১ মোচা

একটি কলাগাছে অলৌকিকভাবে ২১টি মোচা (আঞ্চলিক ভাষায় কলার থোড়) ধরেছে। এ অলৌকিক ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরের রামচন্দ্রপুর গ্রামে।

কলাগাছের মালিক গোলাম মোস্তফা জানান, তিনি র্দীঘদিন আগে অন্যকলাগাছের ন্যায় এ গাছটিও রাস্তার পাশে রোপন করেন। অন্য গাছে স্বাভাবিক একটি করে মোচা ধরলেও অলৌকিকভাবে এ গাছটিতে ২১টি মোচা ধরেছে। বর্তমানে যাতে কেউ গাছটি ভেঙে বা মোচা গুলো নষ্ট করতে না পারে সেজন্য গাছের চারপাশে বেড়া দিয়ে রাখা হয়েছে।

এদিকে এ ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থানের লোকজন দেখতে আসছে এবং মোবাইল ও ক্যামেরায় বন্দি করছেন কলাগাছটির এই দৃশ্য। এ কলাগাছটিকে নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম বলেন, মাল্টি ভ্রুণের কারণে উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে এ রকম অস্বাভাবিক প্রজনন হতে পারে। তবে ২১টি মোচা আসলেও সবগুলো মোচা টিকবে না। তাই একটি মোচা রেখে বাকিগুলো ছেঁটে ফেলার পরামর্শ দিয়েছেন এই কৃষি কর্মকর্তা।



মন্তব্য চালু নেই