এগিয়ে যাচ্ছে পরিচ্ছন্ন নীলফামারী : আসাদুজ্জামান নূর

নীলফামারী শহর কে সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্য সম্মত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বুধবার দুপুরে নীলফামারী পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন করা হয়েছে ।

পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালিও শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে ।

উক্ত আলোচনা সভা ও র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর (এমপি) মহোদয় ।

মন্ত্রী নীলফামারী পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন কে স্বাগত জানিয়ে বলেন, দেওয়ান কামাল আহমেদ-এর পৌরসভা কতৃপক্ষ যেভাবে উন্নয়নমূলক কাজ করছে তাতে খুব শীঘ্রই নীলফামারী শহর স্বপ্নের শহরে পরিণত হবে । তিনি পৌর কতৃপক্ষ কে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নীলফামারী জেলা প্রশাসক জনাব মোঃ জাকীর হোসেন উপস্থি ছিলেন । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারী দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী পৌরসভার মেয়র জনাব দেওয়ান কামাল আহমেদ ।



মন্তব্য চালু নেই